অবতক খবর,২৫ ডিসেম্বর,অয়ন চ্যাটার্জী : কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ, দুর্গাপূজা থেকে শুরু করে যীশুখ্রীষ্টের জন্মদিনের উদযাপন কোন কিছুতেই পিছিয়ে নেই বাংলা ও বাঙালি।

প্রত্যেক বছরের মত এই বছরও কলকাতার পার্ক স্ট্রিটে অ্যালেন পার্ক থেকে শুরু করে ব্রেবোর্ন রোড ,রবীন্দ্র সদন সহ গোটা কলকাতা চন্দননগরের আলোর শয্যায় সজ্জিত হয়ে ওঠে। শুধু বাংলার মানুষেরাই নয়, বাংলার পাশাপাশি অন্য রাজ্য সহ দেশের বাইরের পর্যটকেরা কলকাতায় এসে নিজেদের মতো বড়দিনকে উদযাপন করে থাকেন ।

১৯ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত বিভিন্নভাবে কলকাতার সেন্ট পল ক্যাথিড্রাল গির্জাকে আলো এবং ফুল দিয়ে সাজানো হয়। কলকাতা বাসি ও বাইরের পর্যটকদের দৃষ্টি কাড়ে এই গির্জা অতএব ২৫শে ডিসেম্বর পর্যন্ত সকল দেশ ও বিশ্ববাসীর সমাগম হয় এই চার্চে।

প্রত্যেক বছর শুধু কলকাতা ও কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে উদযাপন হয়ে থাকে ক্রিসমাস কিন্তু এই বছর ২০২৪ এ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নদীয়া, পুরুলিয়া, ক্যানিং, আলিপুরদুয়ার এবং ঝাড়গ্রাম সহ বাকি জেলাগুলির মতো বাংলার ১৪ টি গির্জার আলসজ্জার সাথে মিলিত হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দূর থেকেই এই জেলাগুলির বড়দিনের অনুষ্ঠান উদ্বোধন করেন।

মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগে ও’ব্রায়েন বলেছেন – “এর শুরুর পর, কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল কলকাতাতেই সীমাবদ্ধ ছিল। কিন্তু আজ তা সারা বাংলায় ছড়িয়ে পড়েছে” ।

দুর্গাপূজার রেড রোড কার্নিভাল উৎসবটির পর ক্রিসমাস উৎসবটি অতি জনপ্রিয় হয়ে উঠেছে বাংলায় এবং এর পাশাপাশি ভারতবর্ষে বড়দিন উদযাপনে বাংলা প্রথম তালিকায় জায়গা করে নিয়েছে।