অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- লালগোলা দুর্গাপুজোর থেকে কিন্তু কালীপুজো জমজমাট।

 

 

 

 

সেখানে একেবারে করোনা মহামারী কে লক্ষ্য রেখে কালীপুজোতে স্যানিটাইজার , মাস্ক ,দূরত্ব বজায় রেখে এবছর কালী উৎসব পালন করছে লালগোলার কালীপুজোর উদ্যোক্তারা।