অবতক খবর,৪ সেপ্টেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃমন্তেশ্বর ব্লকের পুটশুরি উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলার মাঠে পুটশুরি গ্রাম পঞ্চায়েতের সপ্তম দফার দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়।

আজ সোমবার মন্তেশ্বর ব্লকের পুটশুরি উচ্চ বিদ্যালয়ের ফুটবল প্রাঙ্গণ মাঠে পুটশুরি অঞ্চলে হাজরাপুর, মথুরা, দুয়ারী, বিঘা, সোনাডাঙ্গা সহ ১০- ১২টি গ্রামের মানুষজন এই শিবিরে বিভিন্ন প্রকল্পের জন্য পরিষেবা নিতে আসেন। পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্তকরণ, বার্ধক্য ভাতা, তাঁত শিল্পীদের নাম তালিকাভূক্তকরণ সহ উপভোক্তাদের ৩৫টি প্রকল্প পরিষেবা প্রদানের মধ্য দিয়ে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়। আজ এই সরকারের শিবিরে পরিযায়ী শ্রমিকদের কর্ম সাথী প্রকল্পের কাজের জন্য মানুষের ভিরের লাইন দেখা যায়। এই দুয়ারে সরকার শিবিরে আসা উপভোক্তারা শিবিরের পরিকাঠামো ভালো দেখে তারা খুশি।
এই শিবিরের পরিদর্শনে আসেন বিডিও গোবিন্দ দাস, পুটশুরি অঞ্চলের প্রধান, সোমা প্রারামানিক, উপপ্রধান মোস্তাক আহমেদ শেখ,ও পঞ্চায়েতের সদস্যরা সহ আরো অনেকে।