অবতক খবর,১৮ ডিসেম্বর: অষ্টম দফায় বেওয়া ২নং গ্রাম পঞ্চায়েতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করলেন স্বয়ং ফারাক্কার সমষ্টি উন্নয়ন আধিকারিক জুনায়েদ আহমেদ। উপস্থিত দুয়ারে সরকারের সহযোগী আধিকারিকদের কিভাবে কি করতে হবে তিনি পরামর্শ দেন । মানুষজনের সঙ্গে তিনি কথা বলেন এবং কোন অসুবিধা হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন।

১৫ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে বিভিন্ন পঞ্চায়েতে এই দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প মানুষের বিভিন্ন সমস্যার সমাধানের এই ক্যাম্প। যারা দুয়ারে সরকারে আসতে পারছেন না বিভিন্ন বুথে রয়েছে মানুষজনের সমস্যার সমাধানের জন্য সহযোগিতার ব্যবস্থা ।

ফরাক্কার বিডিও একান্ত সাক্ষাৎকারে জানালেন নতুন করে যাদের ২৫ বছর বয়স হয়েছে তারা লক্ষী ভান্ডার এর আবেদন করছেন , বিধবা ভাতা , বার্ধক্য ভাতা যেগুলো কিছু বাকি রয়ে গেছে সেগুলোর আবেদন করছেন ! প্রায় ৩৬টি প্রকল্পের আবেদন চলছে । তিনি আর কি কি বললেন শোনাবো।