অবতক খবর,৩১ আগস্ট: মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন চলছে দুয়ারে সরকারের শিবির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মোতাবেক।

মঙ্গলবার সকাল থেকে কান্দি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের জন্য দুয়ারে সরকারের শিবির খোলা হয়েছিল কান্দি রসোড়া বিদ্যালয়ে।

এদিনের এই দুয়ারে সরকারের শিবিরে উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার,কান্দি পৌরসভার সহকারি পৌর প্রশাসক দেবল দাস,স্থানীয় জনপ্রতিনিধি এবং পৌর আধিকারিকেরা।

এদিনের এই দুয়ারের সরকার শিবির পরিদর্শনে এসে কান্দি বিধায়ক অপূর্ব সরকার দুয়ারের সরকারের শিবিরের সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলেছে, ব্যাপকভাবে উপকৃত হচ্ছে সাধারণ মানুষ।