আজ বিশ্ব ক্ষুধা দিবস
তমাল সাহা

দুয়ারে ক্ষুধা
তমাল সাহা

দুয়ারে রেশন অনেক হয়েছে
লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা রাখা আছে
পৃথিবীর বৃত্তে জেনে গেছে সবাই।
পরিধি আঁকা হয়ে গেছে অনেক আগে
কেন্দ্রে আছি আমরাই।

সেই আদিম যুগ থেকে
ক্ষুধা লেখা হতে থাকে শিলালিপি অরণ্যে গুহায়।
ক্ষুধা ক্রমশ ছড়িয়ে পড়ে
কবিতায় কাগজের পাতায়।

ক্ষুধা শব্দটি ক্লিশে হয়ে গেছে
ক্ষুধাতুর শিশুও হজম করে নিয়েছে ক্ষুধা।
পেটে ক্ষুধা নিয়ে সে ঘুমিয়ে পড়ে
তাকে অতি কষ্টে আগলে রাখে বসুধা!