দুমুঠো কথা
তমাল সাহা
১) ঘাস
মর্গে যাইনা চারিদিকে মাথা উঁচিয়ে ঘাস
মাটিতে শুয়ে আছে পরপর উদ্ধত লাশ
২) হাঁটা
দেখতে দেখতে হাঁটিনা, হাঁটতে হাঁটতে দেখি
লুকিয়ে কেউ পথে-ঘাটে দেখছে নাকি!
৩) রজনীগন্ধা
বেলার আছে সকাল দুপুর বিকেল সন্ধ্যা
শ্মশান চত্বরে দাঁড়িয়ে, স্তূপীকৃত রজনীগন্ধা
৪) ইঙ্গিত
কবিতা হবে, হতে পারে সাংকেতিক
কবি হাত পেতে রাজদোরে, কিসের ইঙ্গিত?
৫) নোংরা
ময়লা ও নোংরা শব্দে আছে কি তফাৎ?
জামা ময়লা হয়, নোংরা কেন কবির হাত!
৬) ম্যাগাজিন
রাষ্ট্র মানুষের পাশে, লেখা আছে সংবিধানে
দালাল কবির লেখা ছাপবে না ম্যাগাজিনে
৭) সফল
সফল আর ফসল–আগুপিছু বর্ণ সকল
দুটোই পাবে, দেখতে হবে তুমি কোন্ দল?
৮) জীবন রেখা
বিষে নীল লখিন্দর, ভেসে যায় কলার মান্দাস
এসব মৃতের কথা। তুই জীবনের দিকে তাকাস
৯) রোষ
কবি হয়ে কামাই, পকেট ভর্তি দোষ
কবুল করছি পাপ, ক্ষমা করো, থামাও রোষ
১০) দুটি শব্দ
ভালোবাসা ও ভালো বাসা খোঁজো আর খোঁজো
খোঁজটাই জরুরি, খোঁজ নিয়ে বাঁচো