অবতক খবর,৩১ ডিসেম্বর: দুটি বাসের রেষারেষির জেরে মৃত্যু পথচারী এক মহিলার। মৃতের নাম অনিমা দত্ত তেলেঙ্গাবাগানের বাসিন্দা। সূত্রের খবর আজ সকাল দশটা নাগাদ হাওড়া থেকে বারাসাত গামী একটি বেসরকারি বাস এবং বাগবাজার থেকে গড়িয়াগামী অপর একটি প্রাইভেট বাস একে অপরের সাথে রেষারেষি করতে থাকে মুচিবাজার থেকে তেলেঙ্গা বাগান পর্যন্ত রাস্তায়।

সেই সময় তেলেঙ্গা বাগান সিগনালে এলে রাস্তা পারাপার করছিলেন অনিমা দত্ত নামের এক এলাকার বাসিন্দা। সেই সময়ের রেষারেষি করার সময় মহিলাকে ধাক্কা মারে এল 238 বাসটি। ঘটনাস্থলাই মৃত্যু হয় অনিমা দত্তের। এরপরেই দুটি বাসকে আটক করে ভাঙচুর চালায় এলাকার বাসিন্দারা।

প্রতিদিন এই বাসেদের দৌরাত্ম ক বেড়ে চলেছে বলে প্রতিবাদের রাস্তা অবরোধ করে এলাকার বাসিন্দারা। ঘটনা স্থলে পৌঁছেছে মানিকতলা থানার পুলিশ। দেহটিকে ময়নাতনদের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে।