অবতক খবর,১৪ সেপ্টেম্বর,নদীয়াঃ রাতের অন্ধকারে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে মাত্র ৫০ মিটারের মধ্যে একই সময়ে পরপর বন্ধ দুটো বাড়িতে চুরির ঘটনায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হলো নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানা লাগোয়া ময়রা পাড়া এলাকায়। জানা গেছে দুটি বাড়ির মালিক একই দিন বাড়িতে না থাকার কারণে বাড়ি দুটি তালা বন্ধ অবস্থায় ফাঁকা ছিল। সেই সুযোগে রাতের অন্ধকারে চোরেরা পরপর দুটি বাড়িতে দরজার তালা ও জানলার গ্রিল ভেঙে ভিতরে ঢুকে লুটপাট চালায়। বৃহস্পতিবার সকালে বাড়ির মালিকেরা ফিরে দরজার তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পান। পরে ঘরের ভেতরে আলমারি থেকে শুরু করে খাটের ও বাক্সের সবকিছু ভেঙে বহু মূল্যের সোনা রুপার গহনা সহ কাশা পিতলের বাসনপত্র ও বেশ কিছু শাড়ি চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ করেন তারা।
এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা বিনা বিশ্বাসের অভিযোগ, বাড়ি যদিও ফাঁকা ছিল বলেই চোরেরা ঘরে ঢুকে সর্বস্ব চুরি করে নিয়ে গিয়েছে। সকালে বাড়ির মালিকেরা ফিরে এসে দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান এবং ঘরের ভেতরে ঢুকে সর্বস্ব চুরি করে নিয়ে গিয়েছে চোরেরা দেখে রীতিমতো হতবাক হয়ে যান। তিনি বলেন, কৃষ্ণগঞ্জ থানা থেকে মাত্র ৫০ মিটার দূরত্বে ও বিডিও অফিস লাগুয়া এলাকায় যদি এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে তাহলে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা কোথায়? থানা ও বিডিও অফিসের মত দুটি প্রশাসনিক ভবন লাগোয়া জায়গায় পরপর দুটি বাড়িতে চুরির ঘটনায় রীতিমতো প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘটনাটির তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।