অবতক খবর,১৫ সেপ্টেম্বরঃ দুটি বাইকে মুখোমুখি সংঘর্ষ, হুগলির বৈঁচী জিটি রোডে দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর।গুরুতর আহত দুইজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার রাত নটা নাগাদ দুটি বাইকে মুখোমুখি সংঘর্ষ হয় বৈঁচী জিটি রোডে।একটি বাইকে বন্ধু প্রদীপ স্বর্ণকারকে নিয়ে সেখ হায়দার পান্ডুয়া থেকে বৈঁচী ফিরছিলেন।অপর বাইকে স্ত্রী অর্পিতাকে নিয়ে সাহানীপাড়া থেকে জিটি রোডে উঠছিলেন দেবব্রত শর্মা। জিটি রোডে উঠতেই মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বাইকের। আহত চারজনকে পুলিশ উদ্ধার করে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যায়।চিকিৎসারা দুজনকে মৃত ঘোষনা করেন। সেখ হায়দার(৩০) ও দেবব্রত শর্মা(২৬) দুজন বাইক চালাচ্ছিলেন দূর্ঘটনায় দুজনেরই মৃত্যু হয়। প্রদীপ স্বর্নকার ও অর্পিতা শর্মা গুরুতর আহত হন।তাদের পান্ডুয়া গ্রামীন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালের স্থানান্তরিত করা হয় ।হায়দার কুয়েতে জুয়েলারীর কাজ করত।দু সপ্তাহ আগে বাড়ি ফেরেন।আজ সন্ধায় দাদার বুলেটে বন্ধু প্রদীপকে নিয়ে পান্ডুয়া গিয়েছিলেন।সেখান থেকেই বৈঁচী স্টেশন রোডে বাড়ি ফিরছিলেন।দেবব্রতর ফাস্ট ফুডের দোকান বৈঁচীতে।স্ত্রীকে নিয়ে সোখানেই যাচ্ছিলেন।