অবতক খবর,৬ অক্টোবর,পুরাতন মালদা:- দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ২,আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়দের তৎপরতাই উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় জোর চাঞ্চল্য পুরাতন মালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসহাট এলাকা। জানা গেছে শুক্রবার রাতে পুরাতন মালদা গামী রাস্তায় একটি বাইক নবাবগঞ্জ হইতে মঙ্গলবাড়ী এবং অপর একটি বাইক মঙ্গলবাড়ী হইতে নবাবগঞ্জের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত হয় দুই বাইক আরোহী।
তৎক্ষণাৎ স্থানীয়রা ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই দুই বাইক আরোহীর বাড়ি মালদহ থানা এলাকায় বলে জানা গেছে। স্থানীয়রা বলেন ওই দুই বাইক আরোহী খুব দ্রুত গতিতে ছিল এবং সজোরে ধাক্কা লাগে এবং খুব জোরে আওয়াজ শুনতে পান তারা এবং আওয়াজ শুনতে পেয়েই সেখানে ছুটে আসেন।এসে দেখেন দূর্ঘটনা ঘটেছে। এছাড়া তারা আরো বলেন যে এই রাস্তার উপরে প্রায়ই সময় দ্রুত গতিতেই বাইক যাতায়াত করে তবে আগামী দিনে রয়েছে দূর্গা পূজা পুলিশ যদি এই বিষয়টার উপরে দৃষ্টি আকর্ষণ করে তাহলে এইসব দুর্ঘটনা অনেকটাই কমবে বলে আশা করছেন।