অবতক খবর :: উত্তর দিনাজপুর :: ইসলামপুর পুলিশ জেলার সহযোগিতায় দমকলের মাধ্যমে দুটি গ্রাম পঞ্চায়েতকে নিজস্ব উদ্যোগে স্যানিটাইজড করলেন জনৈক সমাজকর্মী তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি ফরহাদ বানুর প্রতিনিধি জাভেদ আখতার।
মঙ্গলবার এলাকা স্যানিটাইজড করা কালীন তিনি জানান, গাইসাল এক ও গুঞ্জরিয়া এই দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার যেখানে যেখানে করোনা পজিটিভ রোগী চিহ্নিত হয়েছিল সেই সমস্ত এলাকায় পৌঁছে তারা স্যানিটাইজড করেন এবং ওই এলাকার বিভিন্ন মন্দির ও মসজিদ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। সরকারি নির্দেশে এখন তা খুলে দেওয়া হয়েছে। সেখানে পুজো দেওয়ার জন্য কিংবা নামাজ পড়ার জন্য অনেক মানুষই আসবেন। তাই তার আগে ওই এলাকাগুলো সম্পূর্ণভাবে স্যানিটাইজড করে দেওয়া হয়।
এছাড়াও ওই দুটি গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত জায়গাগুলিতে জমায়েত বেশি হয় সেই জায়গা গুলো এদিন পুলিশ জেলার সহযোগিতায় স্যানিটাইজড করা হয় বলে জানান তিনি।