অবতক খবর,১০ এপ্রিলঃ দুটি গাড়ির সংঘর্ষে মৃত্যু হল চালকের,আহত খালাসী। ঘটনাটি ঘটে, নদীয়ার চাকদহ থানার ১২ নম্বর জাতীয় সড়কের পাঁচপোতার কাছে। আজ সকাল আনুমানিক ছটা নাগাদ নৈহাটি থেকে একটি পাথর বোঝাই করে ডাম্পার চাকদার অভিমুখে আসছিল, রাস্তার ধারেই দাঁড়িয়ে ছিল ১৪ চাকার একটি আলু বোঝাই ট্রাক, নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পার ওই গাড়ির পিছনে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ডাম্পার গাড়ির চালকের ফলে বেশ কিছুক্ষণ রাস্তায় যানজট সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে চাকদা থানার পুলিশ এসে দুটি গাড়িকে সরিয়ে তারপর যান চলাচল স্বাভাবিক করে। মৃত ডাম্পার গাড়ির চালকের নাম পরিচয় জানা যায়নি তবে আলুর গাড়ির চালক পলাতক
ABTAK EXCLUSIVE