অবতক খবর,১০ জুন: বর্তমান ইন্টারনেটের যুগে বাচ্চারা বেশির ভাগেই মোবাইলের বিভিন্ন কার্টুন দেখতে ব্যস্ত হয়ে যায়। বয়স মাত্র দুই বছর সবেই শুধু কথা বলা শুরু করেছে আর তাতেই শিশুটি ভারতের জাতীয় সংগীত নির্ভুলভাবে গাইতে পারে। খুদে বয়সেই ওই শিশুকন্যা তাঁর জ্ঞান ও মেধার পরিচয় দিয়ে একেবারে তাক লাগিয়ে দিয়েছে।

তার সঙ্গে জিতেও নিয়েছে ’ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের মতো সন্মান। হামাগড়ি দেওয়া ছেড়ে জীবনের পথ চলা শুরু করতে না করতেই মেয়ে এমন সন্মান পাওয়ায় যারপরনাই খুশি তাঁর বাবা মা। তাঁদের আশা, বড় হয়ে আরও জ্ঞান ও মেধা অর্জন করে নিজের কর্মের মধ্যদিয়েই ওই শিশু কন্যা একদিন দেশের মুখ উজ্জ্বল করবে।

ঘটনা প্রসঙ্গে জানা গেছে সেই কন্যা সন্তানটির বাড়ি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের হেদায়েত নগর গ্রামে। আর এই জাতীয় সংগীত গাইতে পারে বলে বিভিন্ন জায়গা থেকে অনেক পুরস্কারও পেয়েছে।