অবতক খবর,৩০ সেপ্টেম্বর,মালদা : দুই ক্যান্সার আক্রান্ত মহিলার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আর্থিক সহায়তা।

ইংরেজবাজার পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের ব্যাংক কলোনী এলাকায় দুই মহিলা ক্যান্সার আক্রান্ত।

শনিবার সকালে প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে ঠিক চেক নিয়ে দুই ক্যান্সার আক্রান্ত মহিলার কাছে পৌঁছান উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথি ঘোষ, স্থানীয় কাউন্সিলর কৃষ্ণা নাথ সহ অন্যান্যরা।

জানা গিয়েছে, ক্যান্সার আক্রান্ত এক মহিলাকে দেওয়া হয় তিন লক্ষ টাকার আর্থিক চেক এবং অপর এক মহিলাকে দেওয়া হয় এক লক্ষ পঁচিশ হাজার টাকার আর্থিক চেক।

ক্যান্সার আক্রান্ত হওয়ার পর আর্থিক সাহায্যের জন্য স্থানীয় কাউন্সিলর এর কাছে আবেদন জানিয়েছিল রোগীরা। তাদের আবেদনের সাড়া দিয়ে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আর্থিক সাহায্যের জন্য উদ্যোগ নেন স্থানীয় কাউন্সিলর।

শনিবার সকালে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডের আর্থিক চেক নিয়ে রোগীদের পরিবারে উপস্থিত হন সাংসদ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।