অবতক খবর,১৮ আগস্ট: উত্তর ২৪ পরগণার গোপালনগর থানার পুলিশ মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে নিমতলা এলাকা থেকে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে।
ধৃত দুই দুষ্কৃতী মাদক পাচার এবং অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩টি ওয়ান শাটার পিস্তল ও ১টি পাইপগান, ৭ রাউন্ড গুলি,চারটি মোবাইল ও ১০ লিটার তরল মাদক।
দুই কুখ্যাত দুষ্কৃতীর নাম আয়ুব আলী মীর ও রণবীর চন্দ মন্ডল(রাজু)। আইয়ুব আলী মীরের বাড়ি চাকদা থানার সরবপুরে। তার বিরুদ্ধে নদীয়া ও উত্তর ২৪ পরগণার একাধিক থানায় মাদক পাচার,খুন,অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে ১০ লিটার তরল মাদক পাচারের মামলা দায়ের করেছে পুলিশ।
আর রণবীর চন্দ মন্ডল (রাজু),বাড়ি জলেশ্বর এলাকায়, তার বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করেছে পুলিশ।
ধৃতদের আজ ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে বারাসাত ও বনগাঁ আদালতে পাঠিয়েছে গোপালনগর থানার পুলিশ।