অবতক খবর,৪ জানুয়ারি:মালদা:- দাপুটে তৃণমূল নেতা তথা কাউন্সিলর দুলাল সরকার খুনে আরো দুই অভিযুক্তির হদিস পেতে পুরস্কার ঘোষণা করলো মালদা জেলা পুলিশ। পুরস্কার ঘোষণা করে দুই অভিযুক্তের ছবি সহ পোস্টার দিল পুলিশ। ইংলিশ বাজারের রেলওয়ে ব্যারাক-কলোনির বাসিন্দা কৃষ্ণা রজক ওরফে রোহন ও মহানন্দা পল্লীর বাসিন্দা বাবলু যাদবের সন্ধান পেতে ২ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা। দুলাল সরকার খুনে এখনো অধরা এই দুই অভিযুক্ত।
আমার স্বামী বাবলা সরকার খুনের ঘটনায় জড়িত ভাবতেই অবাক লাগছে। তার সাথে আমার কোন সম্পর্ক নেই। আমি যদি আগে টের পেতাম তাহলে ধরিয়ে দিতাম। তার আসল বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে। সে কিছুই করত না। তবে সম্ভবত তৃণমূল করত। কৃষ্ণ রজক ওরফে রোহন মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো। এক তারিখের পর থেকে তাকে আর দেখা যায়নি।
পুলিশ দু তারিখ আমাদের বাড়িতে এসেছিল। বিস্ফোরক দাবি তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাবলু যাদবের স্ত্রী সুচরিতা যাদবের। বাবলু যাদব ইংরেজবাজার পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দুলাল সরকারের বাড়ি থেকে ঢিল ছুড়া দূরত্বে মহানন্দা পল্লী এলাকায় তার বাড়ি। অন্যতম অভিযুক্ত এই ব্যক্তি।