করোনা আতঙ্কে কার্যত অচল গোটা দেশ। আর লকডাউনে মাথায় হাত পড়েছে দুঃস্থদের। তারা কিভাবে একবেলা দুমুঠো খেয়ে দিনযাপন করবেন সেই চিন্তা মাথায় ভাজ ফেলেছে তাদের। বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাজসেবী সংস্থা অথবা দলীয় কর্মীরা চাল ডাল আলু নিয়ে পৌঁছে যাচ্ছেন দুঃস্থদের কাছে। কিন্তু কাঁচরাপাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে দেখা যাচ্ছে না জনপ্রতিনিধিদের।
এই সংবাদই আমরা আজ প্রকাশিত করেছিলাম। আর এই সংবাদ দেখেই আমাদের দপ্তরের ফোন করেন কাঁচরাপাড়া ৩ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি রমেন মল্লিক। তিনি আমাদের জানান, আজই তিনি বিধায়ক শুভ্রাংশু রায়ের সহযোগিতায় চাল,ডাল,আলু এবং হাত ধোয়ার সাবান নিয়ে দুঃস্থ অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে তাদের মধ্যে সেগুলি বিতরণ করেন।
এর পাশাপাশি তিনি এও জানান যে,শুধু আজ নয় লকডাউনের আগে থেকেই তিনি তার অঞ্চলের পরিস্থিতি নজর রাখছেন। তিনি বলেন, ওই অঞ্চলে এমন অনেক মানুষ রয়েছেন যাদের বার্ধক্য ভাতা বা বিধবা ভাতাই সম্বল। কিন্তু এই লকডাউনের জেরে কার্যত অসহায় হয়ে পড়েছেন তারা। কেউ নেই তাদের পাশে। সেই কারণে তিনি সর্বদা তাদের পাশে রয়েছেন, তাদের দেখভাল করছেন।