অবতক খবর :: শিলিগুড়ি ::২ মে ::   দুস্থদের পাশে রামকৃষ্ণ ক্লাব। সমাজের অসহায় মানুষের পাশে দাড়ালো রামকৃষ্ণ ক্লাব-এর সদস্যরা।গতকাল শিলিগুড়ির প্রাত্যন্ত অঞ্চলে গিয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তুলে দিলেন রামকৃষ্ণ ক্লাব-এর সদস্যরা।