অবতক খবর,১৯ জুলাই,মলয় দে নদীয়া :-শান্তিপুর শহরের ৫ নং ওয়ার্ড এলাকায় খাস পাড়ার বাসিন্দারা দীর্ঘ ৩০ বছর থেকে রাস্তার সমস্যায় ভুগছিলেন। একাধিক জনপ্রতিনিধি দায়িত্বে এলেও সুরাহা হয়নি।
তবে বর্তমান কাউন্সিলর কে ঘটনাটি জানালে তিনি তৎপরতার সাথে বিষয়টি শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান কে জানালে তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন। এরপর অবশেষে ৩০ বছর পর কাঁচা রাস্তা থেকে বর্তমানে পাকা রাস্তা পেতে চলেছেন ৫নং ওয়ার্ডের খাস পাড়ার বাসিন্দারা।
তবে রাস্তা পাকা হওয়ায় এদিন পৌরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলর কে পুস্প বৃষ্টি, শঙ্খ ধ্বনি এবং পুস্প স্তবক দিয়ে অভিবাদন জানান হয় । এ বিষয়ে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, বহুদিন ধরে এই এলাকার মানুষজন কাঁচা রাস্তা হওয়াতে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন।
তবে কাউন্সিলারের তৎপরতায় বিষয়টি আমার কাছে সামনে আসে এবং আমি বিওসির মিটিংয়ে এই ঘটনাটি তুলে ধরলে অবশেষে ৩০ বছর পর পাকা রাস্তা হচ্ছে এই এলাকায়।আর তাতেই এলাকার মানুষ খুশি। আমরাও চাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের উন্নয়ন করে, সেরকমই শান্তিপুর পৌরসভা, পুর নাগরিকদের যত রকম ভাবে সাহায্য করা যায় এবং উন্নয়নমূলক কাজ করা যায় তার প্রতি দায়বদ্ধ থেকে মানুষের পরিষেবা দেবার। অপরদিকে কাউন্সিলর প্রভাত বিশ্বাস জানান, দীর্ঘ ৩০ বছর মানুষ চেয়েছিলেন পাকা রাস্তা চেয়ারম্যানের তৎপরতায় এই রাস্তা হওয়াতে তিনিও খুব খুশি। এবং এলাকাবাসীকে তাদের অসুবিধা থেকে মুক্তি দিতে পেরে আনন্দিত।