অবতক খবর,১৭ মেঃ দীর্ঘদিন আগে শুরু হলেও এখনো অসমাপ্ত কেশপুরের আমলাবনীতে কলোনি!

কেশপুর: যাদের মাথার উপর নেই কোন ছাদ, নেই বস-বাসের জায়গাও! সেই সব মানুষের কথা মাথায় রেখে, ২০১৮ সালে পঞ্চায়েত ভোট শুরু হওয়ার আগে “নিজভূমি, নিজগৃহ” নামে নতুন এক প্রকল্পের সূচনা করা হয়। কেশপুর ব্লকের ৭ নং অঞ্চলের অন্তর্গত আমলাবনীতে এই ধরনের এক প্রকল্পের সূচনা করা হয় কেশপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। তবে ২০১৮ সালে শুরু হলেও এখনো কলোনি তৈরি হয়ে ওঠেনি! কেশপুর ব্লকের অন্তর্গত ৭ নম্বর অঞ্চলের প্রায় ১০ থেকে ১২ টি গ্রামের ৩০ থেকে ৩৫ জন পরিবারের নামের তালিকা নিয়ে শুরু হয় এই কলোনি। তবে সেই কাজ আজও শেষ হয়নি! কলোনিতে নাম থাকা নমিতা মিদ্দ্যা জানান, তালিকায় তাদের নাম ছিল। কাজ শুরু হওয়ার পর তার একাউন্টে টাকা ঢুকেছিল, কিন্তু সেই টাকা তুলে দিয়ে দিতে হয়েছিল স্থানীয় তৃণমূল নেতৃত্বকে। তারপর কেটে গেছে বছরের পর বছর! টাকাও আর ফেরত পাননি, আর বাড়িও পাননি। বাড়ি প্রাপকদের আবেদন, হয় যেই টাকা দিয়েছিলেন সেই টাকাটা ফিরিয়ে দিতে, নতুবা ঘর দিতে। আরেক বাড়ি প্রাপক লক্ষন দোলই জানান, ৪৯ হাজার টাকা করে একাউন্টে ঢুকে। তবে সেই টাকা কন্টাক্টারও স্থানীয় তৃণমূল নেতৃত্ব সুব্রত ঘোষ কে দিয়ে দিতে হয়েছে। আমরা চায় আমাদের টাকা ফেরত দেওয়া হোক, বা বাড়ি দেওয়া হোক। কেশপুর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ অনিল ঘোষ জানান, কিছু মিডিয়া তথ্য না জেনে ভুল খবর সম্প্রচার করেছিল কেশপুরে আবাস যোজনার দুর্নীতি! সেইসব সংবাদমাধ্যমকে তীব্র ধিক্কার জানাই আমরা। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কেশপুর পঞ্চায়েত সমিতি এইভাবে উন্নয়নের কাজ করে আসছে, তাই তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কেশপুর পঞ্চায়েত সমিতিকে কালিমা লিপ্ত করতে চাইছে। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শুরু করা কলোনির কাজ আমরা খুব শীঘ্রই এই সম্পন্ন করে, প্রাপকদের হাতে বাড়ি গুলি তুলে দেবো। কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পানমনি মুর্মু জানান, এটা কেশপুর পঞ্চায়েত সমিতির আন্ডারে কলোনি তৈরির কাজ কিছুদিন আগে শুরু হয়েছিল, আমরা খুব শীঘ্রই সম্পূর্ণ করে বাড়িগুলি প্রাপকদের হাতে তুলে দেব! তবে এ বিষয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

বিজেপি মণ্ডল সভাপতি সমীর নন্দী জানান, যেকোনো জিনিস তৈরি হোক তাতে তৃণমূল নেতাদের কাটমানি দিতেই হবে, এটাই পশ্চিম বাংলার নিয়ম। যারা বাড়ি প্রাপক তাদের কাছ জোর করে টাকা তুলে নিয়েছে তৃনমূল নেতারা। তৃনমূল নেতাদেরকে জিজ্ঞাসা করুন আমাদের থেকে ভালো বলতে পারবে।