অবতক খবর,১৪ নভেম্বর: কাঁচরাপাড়া ১৪ নং ওয়ার্ড শক্তি সংঘ ক্লাবের পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবছরও দীপাবলি উপলক্ষে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক সুবোধ অধিকারী,কমল অধিকারী, তৃণমূল নেত্রী,আলোরানি সরকার, সোনালী সিংহ রায়,কেয়া ঘোষাল, দিলীপ ঘোষ,টিঙ্কু সিংহ রায় সহ অন্যান্য তৃণমূল নেতানেত্রীরা। মূলত তাদের হাতেই এই বস্ত্র বিতরণ করা হয়।

এ প্রসঙ্গে উদ্যোক্তারা জানান, প্রতি বছরই দীপাবলিতে আমরা এই বস্ত্রদান করে থাকি। যেহেতু এখন করোনাকাল,তাই এবছর অতি সাধারণভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সর্বপ্রথম মান্যতা দেওয়া হয়েছে করোনা বিধিনিষেধকে।সমস্ত বিধি মেনেই এই দীপাবলি উৎসব এবং শ্যামাপুজোয় ব্রতী হয়েছি আমরা।