অবতক খবর,৩০ জানুয়ারি,পূর্ব মেদিনীপুর: দীঘা-নন্দকুমার জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। ঘটনায় আহত অনেকে। আহত বাসযাত্রীদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র ও নার্সিংহোমে চিকিৎসা করা হয়। দুর্ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকাল ছটা নাগাদ। যাত্রীবাহী বাস ও ট্রাঙ্কার এর মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার নাচিন্দা বাজার সংলগ্ন খড়িকা পুকুরিয়ার কাছে।
বাসটি এগরা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। সকালে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মারিশদা থানার পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।