অবতক খবর : হাওড়া :     আজকে হাওড়ার আমতায় নির্বাচনী সভা থেকে এভাবেই বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমতায় সুকান্ত পাল, উলুবেড়িয়া উত্তরে নির্মল মাঝি,পাঁচলাতে গুলশন মল্লিক, উলুবেড়িয়া দক্ষিণে পুলক রায় ও বাগনানে রাজা সেনের সমর্থনে জনসভা করেন।

সেই জনসভায় তিনি বলেন বিজেপি কোনোদিন বাংলা পাবে না। এই রাজ্যে সকলের মাথার উপর বসে আছে রয়াল বেঙ্গল টাইগার। তিনি দাবি করেন তিনি রোয়াল বেঙ্গল টাইগারের মতো লড়াই করেন। তাকে ধমকালে তিনি গর্যান, তাকে চমকালে তিনি বর্ষান। আর তাকে চোখ দেখালে তিনি খেলা খেলে যেতেন। তিনি বলেন বাংলার মা বোনদের পা দিয়েই তিনি খেলছেন। তিনি তার দলীয় কর্মীদের উদ্যেশ্যে বলেন যারা দুর্বল তাদেরকে বুথের এজেন্ট না করতে। বিজেপি ভয় দেখালে যারা ভয় পেয়ে যাবেন তাদেরকে বাদ দিয়ে বুথে এজেন্ট করতে। তিনি কন্যাশ্রী প্রাপকদের মধ্যে থেকে বুথে এজেন্ট করতে পরামর্শ দেন। তিনি বলেন আগামী ৪৮ ঘন্টায় দিল্লির পুলিশ এসে বাড়িতে গিয়ে চমকাবে তাতে কেউ যেন ভয় না পায়। মেয়েদের তিনি শঙ্খ বাজানোর নিদান দেন এলাকায় পুলিশ ঢুকলে।

তিনি অভিযোগ করে বলেন নন্দীগ্রামেও মানুষকে বিজেপি ভয় দেখিয়েছিল। তারা বলেছিল বিজেপিকে ভোট না দিলে বাড়ির মহিলাদের সন্মান থাকবেন না। বাচ্চাদের কিডন্যাপ করে নেবে। তিনি দাবি করেন এই অভিযোগ পেয়ে তিনি রুখে দাঁড়িয়েছেন নন্দীগ্রামে। তিনি বারবার আজকের সভা থেকে তার দলীয় প্রার্থীদেরকে জেতানোর আবেদন জানান। পাশাপাশি তার সরকার এলে নতুন কর্মসংস্থান ও প্রকল্পের প্রতিশ্রুতিও দেন।