অবতক খবর,১১ জুলাই: প্রায় দিন দশেক থেকে বুলডোজার আতঙ্কে আতঙ্কিত রামপুরহাট শহরবাসী। একটাই ভয় সকাল হলেই ভেঙে দেবে তাদের রুচি রোজকারের একমাত্র সাধন। গতকাল বীরভূমের রেলের বসবাসকারী ব্যবসা ও দোকানদারদের উঠে যাওয়ার জন্য বলা হয়েছিল। এর আগেও তাদের অনেকবার উঠে যাওয়া নোটিশ দেয়া হয়েছিল। আজ তার শেষ দিন।
সেইমতো রেলের উচ্চ আধিকারিক ও পুলিশ প্রশাসন সকালেই উপস্থিত হন বীরভূমের রামপুরহাট পৌরসভার ১৪নম্বর ওয়ার্ডের সবজি বাজার এলাকার জেসিপি নিয়ে। তারই প্রতিবাদে নামেন ফুটপাত ব্যবসায়ী উচ্ছেদ বিরোধী যৌথ মঞ্চ। তাদের দাবি, অবিলম্বে আমাদের পুনর্বাসনে ব্যবস্থা করতে হবে এরপরে দোকান উচ্ছেদ করেন তাতে আমাদের কোন আপত্তি নেই।
আর ফুটপাত উচ্ছেদ অভিযান করতে গেলেই এ নিয়ে রেল পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। বলপূর্বক তাদের সরিয়ে একের পর এক দোকান ভেঙে দেওয়া হয় বলে জানা যায়।