অবতক খবর ,রাজীব মুখার্জী, হাওড়া :- হাওড়া পাঁচলার খাস জালালসি মুসলিম পাড়ায় ঘটে এই দুঃসাহসিক ডাকাতি। স্থানীয় সূত্রে জানা যায় গত শুক্রবার শেখ রুস্তম থাকেন দিল্লিতে। তার বিশাল বাড়ি, শিবারি দেখাশোনা করেন শেখ শাহানারা।
তিনি প্রায় ৮ থেকে ১০ বছর এই বাড়ীতে কাজ করছেন। গত শুক্রবার সকাল আটটা নাগাদ ওই বাড়ির সমস্ত কাজ মিটিয়ে মেইন দরজার চাবি দিয়ে বাড়ি ফিরে যান। বিকালে এসে মেইন দরজার চাবি খুলে ভিতরে ঢুকে দেখে বাড়ির ভিতরে সবকিছু অগোছালো পিছনের দরজার লগ ভেঙে ভেতরে ঢুকেছে , তা দেখে স্থানীয় প্রতিবেশী মানুষদের ডাকে।
স্থানীয় সূত্রে জানা যায় প্রায় নগদ এক লক্ষ ৩০ হাজার টাকা ও তিন থেকে চার ভরি সোনার গহনা এবং বাড়ির কিছু দামি সরঞ্জাম চুরি হয়েছে। স্থানীয় সূত্রে এও জানা যায় মূলত শুক্রবার দুপুরে পাড়া-প্রতিবেশী নামাজে ব্যস্ত থাকার সুযোগ নিয়ে এই ঘটনা ঘটেছে বলে অনুমান। পাঁচলা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আজ রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন পাঁচলা থানার পুলিশ।