অবতক খবর,১০ অক্টোবর: দিনের আলোয় বনগাঁ শহরের উপর থেকে বৃদ্ধের আঙ্গুল থেকে আংটি ছিনতাই দুষ্কৃতীর।

উত্তর ২৪ পরগনার বনগাঁ হাসপাতাল কালিবাড়ি মোড় এলাকা থেকে বানেশ্বর মাইতি নামে এক বৃদ্ধের হাত থেকে সোনার আংটি ছিনতাই করে চম্পট দেয় এক দুষ্কৃতী। অভিযোগ বানেশ্বর মাইতি ওষুধ কিনতে বাজারে বেরিয়েছিলেন সেই সময় বাইকে করে এক যুবক এসে তার সামনে দাঁড়ায় এবং ওই যুবক নিজেকে তার বন্ধুর ছেলে বলে পরিচয় দেয়। তারপর বানেশ্বর মাইতি কে ভুল বুঝিয়ে তার হাতের সোনার আংটি নিয়ে চম্পট দেয় ওই যুবক। পরবর্তীতে বনগাঁ থানার দারস্ত হয়ে লিখিত অভিযোগ দায়ের করে ঐ বৃদ্ধ। এই বিষয়ে ঐ বৃদ্ধ বলেন,

‘আমার বন্ধুর ছেলে পরিচয় দিয়ে এসে ঐ যুবক আমার শ্বাস-প্রশ্বাসের কষ্ট সেরে যাবে বলে আংটি টি চায় এবং বলে আমি পাঁচ মিনিটে আংটি টি দিয়ে যাচ্ছি, এই বলে আংটি নিয়ে চলে যায় সে।”

অভিযুক্ত ছিনতাইবাজকে অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি করেছেন ঐ বৃদ্ধের ছেলে।