অবতক খবর :: উত্তরপাড়া :: ৫ জুন ::   লকডাউনের সুযোগেই ব্যাঙ্ক ডাকাতির ঘটনা ঘটলো উত্তরপাড়ায়। এদিন উত্তরপাড়ায় রাজেন্দ্র এভিনিউ এ ইউনিয়ন ব্যাঙ্কে ডাকাতির খবর পাওয়া যায়। দুষ্কৃতিরা আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকে। ব্যাঙ্ক সূত্রে জানা গেছে, ব্যাঙ্ক কর্মীদের আটকে রেখে রীতিমতো সিনেমার কায়দায় টাকা লুঠ করে দুষ্কৃতি বাহিনী।

টাকা নিয়ে যাওয়ার সময় রাস্তায় টাকার বান্ডিল পড়ে যায় বলেও জানা যায় পথচারিদের কথায়। সমগ্র ঘটনার তদন্তে নেমেছে উত্তরপাড়া থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, দুষ্কৃতকারী প্রত্যেকেই মুখ ঢেকে এসেছিল, তাদের প্রত্যেকের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। দুপুরের পর ক্যাশ মেলাচ্ছিলেন ব্যাঙ্ক কর্মীরা। ফাঁকাই ছিলো ব্যাঙ্ক। তিনজন দুষ্কৃতি আচমকাই বাইক নিয়ে হানা দেয় ব্যাঙ্কে। মুখে সবার মাস্ক থাকায় পরিচয় পেতে সমস্যা হবে বলে জানিয়েছে পুলিশ। টাকা নিয়ে যাওয়ার সময় কয়েকটা বান্ডিল রাস্তায় পড়ে যায়। বাসিন্দারা তুলে পুলিশের হাতে দেয়। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।