অবতক খবর,৯ এপ্রিলঃ চলতি বছরই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। হাতে আর বেশি সময় নেই। তাই এখন থেকেই ভোট কৌশলে নেমে পড়েছে শাসক বিরোধী সব পক্ষই। দিদি সুরক্ষা কবচ কর্মসূচিকে সামনে রেখে নৈহাটি বিধানসভা জুড়ে জনসংযোগ সারছেন শাসক দলের নেতা-নেত্রীরা। আজ সকালে নৈহাটি বিধানসভার অন্তর্গত ঢেলা বাবা মন্দিরে দিয়ে এলাকা জুড়ে জনসংযোগ সারলেন নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক।

তার সাথে ছিলেন পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়, নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ দে অন্যান্য তৃণমূল নেতৃত্ব। মন্দিরে পুজো দিয়ে রাজ্যের সেচমন্ত্রী বলেন, এটাই আমাদের বাংলার সংস্কৃতি। সকালে মন্দিরে পুজো দিয়ে বিকালে ইফতারে অংশ নি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শিখিয়েছেন সবাইকে একসাথে নিয়েই আমরা এগিয়ে চলি।