অবতক খবর,২৮ ফেব্রুয়ারী: দাসপাড়া অঞ্চল কংগ্রেস কমিটি গঠন নিয়ে আজ দাসপাড়া অঞ্চল কংগ্রেসের বৈঠক অনুষ্ঠিত হলো কংগ্রেস নেতা অশোক রায়ের বাসভবনে ।বৈঠকে উপস্থিত ছিলেন বরিষ্ঠ কংগ্রেস নেতা অশোক রায়, চোপড়া ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট মশিরউদ্দিন , কংগ্রেস নেতা নাজিম উদ্দিন , ব্লক যুব কংগ্রেস প্রেসিডেন্ট মেহেবুব আলম, কংগ্রেস নেতা মাকারু মোহাম্মদ, মহিরউদ্দিন , হাপ্তিয়া অঞ্চল প্রেসিডেন্ট গিয়াসুদ্দিন সহ আরো অনেকেই । বৈঠকে দাসপাড়া অঞ্চল কংগ্রেস কমিটির প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয় কংগ্রেস নেতা নাজিমুদ্দিন কে । এবং ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয় আবদুস সালামকে ।

সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় আলিমুদ্দিন, তাহিরুল ইসলাম , নরেন দাস ও নিহার বানু কে। এবং যুব কংগ্রেস প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হল সাদ্দাম হোসেনকে। চোপড়া ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট ডক্টর মশিউর উদ্দিন জানিয়েছেন চোপড়ায় মাদার কমিটি থেকে শুরু করে মহিলা, যুব , মাইনরিটি ইত্যাদি কমিটি গঠন করা হবে চোপড়ার বিভিন্ন বুথে। যা চোপড়ায় কংগ্রেসের প্রভাব ফেলবে বলে জানিয়েছেন উপস্থিত নেতারা। এছাড়াও তারা আরো জানিয়েছেন যে কংগ্রেস গুটিগুটি পায়ে এগোলেও ২০২৬ নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলবে । হাপতিয়া অঞ্চল কংগ্রেস প্রেসিডেন্ট গিয়াসউদ্দিন আজকের বৈঠকে উপস্থিত সমস্ত নেতৃত্বদের সাধুবাদ জানিয়েছেন।