অবতক খবর,৩১ মার্চ: দালালের খপ্পরে শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে সর্বস্বান্ত এক ব্যক্তি। ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেফতার করল মুর্শিদাবাদ জেলার খরগ্রাম থানার পুলিশ। পুলিশ জানিয়েছেন ধৃতের নাম দেবাশীষ দে বাড়ি ভালকুন্দি গ্রামে।
জানা গিয়েছে, দেবাশীষ দে খড়গ্রামের বাসিন্দাদের শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে ডবল করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। আর এই খপ্পরে পড়ে তন্ময় ঘোষ ওই ব্যক্তিকে কয়েক লক্ষ দেন।
যদিও পরে ওই ব্যক্তি কোন টাকা না দেওয়ায় তন্ময় ঘোষ দেবাশীষ দে-র বিরুদ্ধে খরগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে শনিবার ওই ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। রবিবার দুপুরে ধৃতকে পাঁচ দিনে পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তদন্তের জন্য ১ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।