অবতক খবর,৩১ মার্চ: দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে এবার বিজেপিকে উৎখাত করার ডাক দিল চোপড়ার বিধায়ক হামিদুল রহমান । রবিবার চুটিয়াখোড় মহিলা অঞ্চল নির্বাচনী কমিটির পক্ষ থেকে কর্মি সভার আয়োজন করা হয় চোপড়ার কালিগঞ্জ প্রাইমারি স্কুল মাঠে । আয়োজিত সেই কর্মি সভার মঞ্চে বক্তব্য দিতে গিয়ে বিধায়ক বলেন, দার্জিলিং লোকসভা কেন্দ্রে দীর্ঘ সময় ধরে ক্ষমতা দখল করে রয়েছেন বিজেপি , কিন্তু সমতল ও পাহাড়বাসীর জন্য কোন উন্নয়ন করেননি কেন্দ্রের মোদি সরকার ।
সাধারণ মানুষকে শুধু ভাওতা দিয়ে ক্ষমতা দখল করে ছিল, মানুষ এবার বিজেপির খেলা বুঝে গেছে তাই দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাত করতেই হবে । এদিন উপস্থিত ছিলেন বিধায়ক হামিদুল রহমান, তৃণমূল ব্লক সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ, ব্লক নির্বাচনী কনভেনর তাহের আহমেদ, মহিলা ব্লক সভাপতি আসমা তারা বেগম, তৃণমূল নেতা জাকির আবেদী, মোহাম্মদ আজহারউদ্দিন প্রমূখ ।