অবতক খবর,৫ জানুয়ারি,দাঁতন,পশ্চিম মেদিনীপুর: চব্বিশের লোকসভা নির্বাচনের আগে জয়জয়কার রাজ্যের শাসকদল। এবার সমবায় সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল ঘাসফুল শিবির। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের পূঁয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল। সমবায় সূত্রের খবর, এই সমিতির মোট ভোটার ১২৪০ জন। ৪৮ জন প্রতিনিধি নির্বাচনে মনোনয়ন দাখিল করেন।

কিন্তু বিরোধীরা মনোনয়ন তুললেও কেউ জমা দেয়নি। সুতরাং শাসকদল তথা তৃণমূলের প্রতিনিধিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। এই জয়ের পর উচ্ছ্বসিত ঘাসফুল শিবির। এদিন বিকেলে সবুজ আবির উড়িয়ে ও মিষ্টি মুখ করে মেতে উঠলো তৃণমূল নেতা-কর্মী ও সমর্থকেরা। পাশাপাশি এই বিজয় উল্লাসে সামিল হয়ে দাঁতন ২ ব্লক তৃণমূল সভাপতি ইফতেকার আলি ও হরিপুর অঞ্চল তৃণমূল সভাপতি কার্তিক চন্দ্র জানা সবাইকে অভিনন্দন জানিয়েছেন। দাঁতন ২ ব্লক তৃণমূল সভাপতি ইফতেকার আলি জানিয়েছেন, এই জয় মা-মাটি-মানুষের জয়। এখানে বিরোধীদের কোন অস্তিত্ব নেই। মানুষ চব্বিশের লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকেই সমর্থন করবে। কিন্তু এই জয় চব্বিশের লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শাসকদল বাড়তি অক্সিজেন পেল বলে ওয়াকিবহাল মহলের ধারণা।