অবতক খবর,৬ সেপ্টেম্বরঃ কসবার একটি বেসরকারি স্কুলের ৫ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় দশম শ্রেণীর পড়ুয়ার। মঙ্গলবার ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে দিয়ে দেওয়া হয় হাসপাতালের তরফে এবং তারপরেই সেই পড়ুয়ার মৃতদেহ নিয়ে পরিবার-পরিজনেরা কসবা থানার সামনে বিক্ষোভ দেখান। পথ অবরোধ করে বিকেল থেকে রাত পর্যন্ত চলছে বিক্ষোভ। বিক্ষোভের ফলে গড়িয়াহাট থেকে রুবির মোড় পর্যন্ত যান চলাচল কার্যত ব্যাহত। পরিবারের দাবি তাদের ছেলেকে খুন করা হয়েছে। এফআইআর এর ২৪ ঘন্টা হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত কোনো গ্রেফতারি না হওয়ায় এই বিক্ষোভ পরিবারের পক্ষ থেকে দেখানো হচ্ছে। পুলিশের তরফে যেমনটা জানানো হচ্ছে যে সঠিক প্রমাণ তাদের হাতে এই মুহূর্তে নেই এবং সেই কারণেই গ্রেফতারী তারা করতে পারছেন না। অন্যদিকে যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনার প্রসঙ্গ টেনে পুলিশ জানাচ্ছে যে সেই যাদবপুরের পড়ুয়ার মৃত্যুর চার দিন পর কিন্তু তথ্য প্রমাণ নেই প্রথম গ্রেপ্তারি করা হয়।