অবতক খবর,২৮ আগস্টঃ পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর থেকে বিভিন্ন সময় মন্তব্য ও বিবৃতি দিতে দেখা গেছে তৃণমূল দলেরই নেতা মন্ত্রীদের,একদিকে যেমন সাংসদ সৌগত রায় বিরোধীদের উদ্দেশ্যে হুশিয়ারি দেওয়ার মতো মন্তব্য করে যাচ্ছেন।
পাশাপাশি বিধায়ক মদন মিত্র সংবাদমাধ্যমের সামনে বিভিন্ন সময় মন্তব্য করছেন।দলীয় সূত্র থেকে জানা গিয়েছে মদন মিত্রের কোন এক মন্তব্যে বিপাকে পড়েছে দল।দলের মধ্যেই অস্বস্তি ক্রমশ বাড়ছে।সূত্র মারফত জানা যাচ্ছে,তৃণমূল কংগ্রেস শৃঙ্খলারক্ষা কমিটির তরফ থেকে মদন মিত্রকে সংবাদমাধ্যমের সামনে মন্তব্য না করার জন্য সতর্ক করা হয়েছে।
আর তার জেরেই সংবাদমাধ্যমকে দলের শপথ নিয়ে বয়কট করার সিদ্ধান্ত জানালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি বলেন সাংবাদিকদের ওপর তার কোন রাগ অভিমান নেই।পাশাপাশি মদন মিত্র জানান সংবাদমাধ্যমে মন্তব্যের জন্য দল যে অস্বস্তি ও বিপাকে পড়েছে তার জন্য দলের কাছে তিনি ক্ষমাপ্রার্থী।