অবতক খবর,১৭ সেপ্টেম্বরঃ হালিশহর পৌরসভার অন্তর্গত ৪ নং ওয়ার্ডের তৃণমূল কর্মী ঋষিকেশ দে’র অসুস্থতার খবর পেয়েই তৎক্ষণাৎ তাঁর বাড়িতে ছুটে গেলেন হালিশহর পৌরসভার শুভঙ্কর ঘোষ। তৃণমূল কর্মী ঋষিকেশ দে ২০১৯ হোক কিংবা ২০২১ এর কঠিন সময়ে দলের যখন সব থেকে বেশি প্রয়োজন ছিল কর্মীদের সেই সময় তিনি দলের পাশে দাঁড়িয়েছিলেন। আজ তিনিই অসুস্থ। তাই তাঁর অসুস্থতার খবর পেয়ে তার সাথে সাক্ষাৎ না করে থাকতে পারলে না হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ। সেই সঙ্গে তাঁর বাড়িতে উপস্থিত হন হালিশহরের তৃণমূল নেতৃত্বরা।

এ প্রসঙ্গে চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ জানান,ঋষিকেশ বাবু দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং ফের দলের হয়ে লড়াই করবেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, বিগত দিনে তৃণমূলের পুরনো নেতৃত্বরা অভিযোগ তুলছিলেন যে,পুরনো কর্মীদের দলে সম্মান দেওয়া হয় না,সেই জায়গায় আজ শুভঙ্কর বাবু এক অনন্য নজির গড়লেন দলের পুরনো কর্মীকে দেখতে গিয়ে।