অবতক খবর,৯ মার্চ, পূর্ব মেদিনীপুর: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নন্দীগ্রামের দুই বিজেপি নেতাকে সাসপেন্ড করলো শীর্ষ নেতৃত্ব! দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নন্দীগ্রামের দুই বিজেপি নেতাকে সাসপেন্ড করলো শীর্ষ নেতৃত্ব। উল্লেখ্য গত ৬ ই মার্চ নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার মহেশপুর বাজার সংলগ্ন হরি মন্দির প্রাঙ্গণে তৃণমূল কংগ্রেসের সভা শেষ করে বাড়ি ফেরার পথে, তৃণমূল কংগ্রেসের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সহ কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মীকে মারধরের অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস।
অভিযোগের তির ছিল বিজেপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাদ পাল, কৃষ্ণেন্দু মন্ডল, ও গোপাল প্রধান নামে দুই বিজেপি নেতাকে দল থেকে সাসপেন্ড করার কথা ঘোষণা করলেন এবং আগামী দিনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হলে যে কোন নেতাকর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দল এমন ইঙ্গিত দিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। যদিও বিজেপির এই দুইজন দলীয় নেতাকে দল থেকে সাসপেন্ড করাকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।