অবতক খবর,১৪ সেপ্টেম্বরঃ দলীয় কর্মসূচিতে এসে বেলুড় মঠ পরিদর্শনে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। মঠের রীতি মোতাবেক এদিন সকাল ১১:২৫ মিনিটে মহারাজরা তাকে আপ্যায়ন করেন। এরপর একে একে স্বামীজি, মা সারদা দেবী ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মন্দির ও স্বামীজীর গৃহ ইত্যাদি পরিদর্শন করেন। আমার মাটি আমার দেশ কর্মসূচি আওতায় বেলুড় মঠের পূণ্যভূমি থেকে মাটি সংগ্রহ করা হবে।