একটি পুরানো কবিতা, আজও প্রযোজ্য

মিনিয়াপোলিসে শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক খুন ২৬ মে’২০। ছবিতে দেখূন কিভাবে খুন করছে রাষ্ট্রীয় পুলিশ। উত্তাল আমেরিকা। কৃষ্ণাঙ্গ খুনে ফুঁসছে আমেরিকা।

দম বন্ধ হয়ে আসছে
তমাল সাহা

হে কৃষ্ণাঙ্গ যুবক!
তুমি বলেছো, দম বন্ধ হয়ে আসছে আমার।
আর পারছি না। মরে যাচ্ছি আমি। ‌
এখন আমি যদি বলি পুলিশ শুয়োরের বাচ্চা, হারামি।
তবে কি আমার অন্যায় হবে খুব?
আর কতদিন অন্ধকারে দেব ডুব!

যুবকের গলা হাঁটু দিয়ে
চেপে রাখে পুলিশ শ্বেতাঙ্গ।
পাঁচ মিনিটেই বেরিয়ে যায় তার শ্বাস।
সেই সংবাদ এবং নিয়ে দীর্ঘশ্বাস
উড়ে যায় আমেরিকা থেকে সমগ্র দুনিয়ায় দ্রুতগামী বাতাস।

জর্জ ফ্লয়েড!
আমরাও ভালো নেই।
তোমাদের থেকে আমরা আর কতদূর?
আমাদের রাষ্ট্রেরও চোখ গিয়েছে ঘুরে,
পরিযায়ী মজুর মজুরানি
ভুখা পেটে পানি না পেয়ে মরছে প্রচুর।
সর্বত্র রাষ্ট্রের একই রঙ্গ,
তফাৎ শুধু রঙে–
তুমি কৃষ্ণাঙ্গ আমি পীতাঙ্গ।

দম বন্ধ হয়ে আসবে কেন?
নিতেই হবে শ্বাস,
হাতের উপর রাখো হাত
একটি হাত আশ্বাস তো অন্যটি বিশ্বাস।