অবতক খবর,২৬ জানুয়ারি: দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বাণীব্রত চক্রবর্তীর সহযোগিতায় এবং ব্যারাকপুর সাংগঠনিক জেলার ছাত্র নেতা নাজমুল ইসলামের উদ্যোগে এক শীতকালীন বনভোজনের আয়োজন করা হয়। এই বনভোজনে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং এবং ঋষি বঙ্কিম ব্লক ১ এর বিভিন্ন পঞ্চায়েত সদস্য, এবং ব্যারাকপুর সাংগঠনিক জেলার বহু ছাত্র যুব যোদ্ধারা। বলা যেতে পারে এই বনভোজন উৎসবে পরিণত হয়েছিল এদিন।
এই বনভোজনের উপস্থিত হয়ে সাংসদ অর্জুন সিং বলেন এরকম বনভোজনের প্রয়োজন রয়েছে নেতৃত্বদের সাথে কর্মীদের সাথে একটি গেট টুগেদার হলে তাদের সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাতের সুযোগ হয় এবং আলাপ আলোচনার মাধ্যমে দলের হাতও মজবুত হয়।