অবতক খবর,১৫ ডিসেম্বর: 2026 সালের মধ্যে নোয়াপাড়া থেকে বারাসাত মেট্রোর কাজ সম্পন্ন হবে। রবিবার নিজের জন্মদিনে প্রনবানন্দ শিল্প শিক্ষানিকেতনে এসে একথা জানান মধ্যমগ্রামের বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ। দমদম বিমানবন্দর থেকে মধ্যমগ্রাম বিটি কলেজ পর্যন্ত মেট্রোর সম্প্রসারণ এর কাজ সমাপ্তির পথে। বারাসাতের চলছে জোর কদমে মেট্রোর কাজ। সোমবার পরীক্ষা মূলক ভাবে চলবে কলকাতা মেট্রোর দমদম নোয়াপাড়া থেকে বিমানবন্দরের মধ্যে। তার আগে শনিবার নোয়াপাড়া- এয়ারপোর্ট অংশে সমস্ত প্রস্তুতি ঠিক আছে কী না তা খতিয়ে দেখা হল।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর অংশ পরিদর্শনে আসবেন মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি। হবে ট্রায়াল রান।নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে বিমানবন্দর, প্রায় সাড়ে ছয় কিলোমিটারের এই পথ জুড়বে মেট্রোয়। সে কারণে শনিবার এই রুটে প্রথম বার সফলভাবে পরীক্ষামূলক ট্রায়াল রান চালাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন নোয়াপাড়া বারাসাত মেট্রো রেল প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন।সেই প্রকল্প অনুমোদন হলেও কেন্দ্রের বিজেপি সরকার বারাসাত বাসীদের বঞ্চিত করেছেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে। তবে সব বাঁধা কাটিয়ে শেষ পর্যন্ত মেট্রো চালু হতে চলেছে দমদম এবং বারাসাতের মধ্যে। রবিবার মধ্যমগ্রামে সেই বিষয়েই রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ আশ্বস্ত করলেন বারাসাতবাসীদের।