অবতক খবর,২২ ডিসেম্বর,দমদম : কলকাতা বইমেলার আগেই দমদমে বইপ্রেমীদের ভিড়।শুক্রবার সন্ধ্যায় দমদম বইমেলায় রীতিমতো উৎসবের মেজাজ।দমদম বইমেলা কমিটি আয়োজিত বইমেলার মঞ্চ থেকেই প্রকাশিত হলো রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর নতুন নাটকের বই ‘এই রাত তোমার আমার’। এই বই মেলার আয়োজক দক্ষিণ দমদম পুরসভার পৌর প্রতিনিধি দেবাশিস বন্দ্যোপাধ্যায়। অবসর সময়ে মানুষের কাটাতে বই হয়ে উঠতে পারে আদর্শ বন্ধু। তাই বইয়ের প্রতি মানুষের আগ্রহ বহুদিনের। দেশ-বিদেশের নানান সাহিত্য ও কবিদের বই এবার স্থান পেয়েছে দমদম বইমেলায়। শুধু বই নয় সঙ্গে ভুরিভোজ সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন রয়েছে এই বইমেলা উপলক্ষে।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, মন্ত্রী ব্রাত্য বসু সহ বিশিষ্ট সাহিত্যিক এবং দমদম বইমেলার আজকের উদ্বোধক উল্লাস মল্লিক, বিশিষ্ট সাহিত্যিক ও প্রকাশক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় সংগঠক প্রকাশক সংস্থা, বিশিষ্ট সাহিত্যিক প্রচেত গুপ্ত, প্রাক্তন পৌরপ্রধান ও লেখক ডঃ পাচু রায়, দমদম বিধানসভার পৌর প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্যরা।

দমদমের মতন জায়গায় বইমেলার আয়োজন এবং মানুষের ভিড় রীতিমতো নজর কেড়েছে সকলের। মন্ত্রী থেকে সংসদ সকলকেই বলতে শোনা যায় এই বইমেলার সাফল্য প্রসঙ্গে। বছর শেষে উৎসবের মেজাজে তাই পছন্দের বই কিনতে এখন বহু মানুষ ভিড় জমাচ্ছেন এই বইমেলায়।

এই দ্বিতীয় বর্ষের বই মেলায় “রাহুল সাংকৃত্যায়ন সাহিত্য সম্মান ২০২৪ ” পুরস্কার প্রাপক কথাসাহিত্যিক জনাব আনসারউদ্দিন।দমদম ইন্দিরা ময়দানে বইমেলা চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত ।প্রতিদিন বিকেল ৪ টে থেকে রাত ১০ টা অবধি মেলা প্রাঙ্গণ খোলা থাকবে।