অবতক খবর,৬ ফেব্রুয়ারী : শিয়ালদা বনগাঁ বসিরহাট শাখার ট্রেন দমদম ক্যান্টনমেন্ট এর ফলে রেললাইন পারাপারের সময় জীবন হানির ঘটনা ঘটছে স্টেশনের ওপর দিয়ে যায় এবং সেই লাইন পারাপারে কোন ব্যবস্থা নেই ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় সাধারণ মানুষ থেকে স্থানীয় মানুষদের।

এরই পাশাপাশি পশ্চিম দিকে টিকিট কাউন্টার খুললেও তার কোন অস্তিত্ব নেই। ওভারহেড ব্রিজ টি অপরিকল্পিত সিরিজ ধাপ করার ফলে প্রবীণ মানুষ মহিলা শিশুদের ক্ষেত্রে বৃষ্টি পার করা কষ্টকর এ মত অবস্থায় সাবওয়ের দাবিতে আন্দোলন।