অবতক খবর,১৭ ডিসেম্বর: দমদমের গোরাবাজারে ব্যবসায়ীর বাড়িতে মঙ্গলবার চলল ইডির অভিযান। ৪৯ ডা. এস পি মুখার্জি রোডে এদিন হানা দেয় ইডি-র একটি দল । ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে মোটা টাকার লোন নিয়ে তা পরিশোধ না করার।

এদিন ব্যবসায়ী বা তার পরিবারের লোকদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি ইডি-র অফিসাররা । বাড়ির গেটের সামনেই বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় ইডির টিমকে ।

জানা গেছে ঝাড়খণ্ডের একটি ব্যাঙ্ক প্রতারণা মামলায় প্রায় ৬০০ কোটি টাকা তছরুপ করা হয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে তদন্তকারীরা। সঙ্গে রয়েছেন মহিলা অফিসাররাও।