মলয় দে :: অবতক খবর :: নদীয়া :: বীর শহীদের সম্মান জানাতে, এবং চীনা আগ্রাসনের প্রতিবাদে নদীয়ার শান্তিপুরে গতকাল সন্ধ্যায় মোমবাতির আলোতে শান্তিপুরের রাজপথ মোড়াছিল বিষণ্ণতার শোকে।
সাহা নিকারি পাড়ার প্রগতি সংঘ, শান্তিপুর শহর তৃণমূল ছাত্র পরিষদ, অনুন্নত কুম্ভকার সমিতি, এবং শান্তিপুর শহর বিজেপির পক্ষ থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মৌন মিছিল করে শান্তিপুর ডাকঘর নেতাজির পাদদেশে বীর শহীদদের সন্মান জানাতে নেতাজির মূর্তিতে মাল্যদান করা হয়। যদিও শহর বিজেপির পক্ষ থেকে সুত্রাগড় অঞ্চলে চীনা প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ , এবং চীনা দ্রব্য বকাটে সচেতন করা হয় সাধারণ মানুষকে।