অবতক খবর,২৫ সেপ্টেম্বরঃ দত্তপুকুর বাজি বিস্ফোরণ কান্ডের অন্যতম অভিযুক্ত রমজান আলীকে গ্রেফতার করলো দত্তপুকুর থানার পুলিশ। আজ তাকে বারাসাত আদালতে তোলা হয। ১৪ দিনের পিসি আবেদন করে পুলিশ। আদালত ১০ দিনের পুলিশ হেফাজত এ থাকার নির্দেশ দেন। প্রায় একমাস আগে দত্তপুকুর নীলগঞ্জে বাজি বিস্ফোরণের নয়জনের প্রাণ গিয়েছিল।

প্রথম দিন থেকেই খাদ্য মন্ত্রী রথীন ঘোষ বলে আসছিলেন এই বাজি বিক্রেতাদেরকে আশ্রয় দেয় আইএসএফ নেতা রমজান আলী।বেশ কিছুদিন ধরে ফেরার ছিল। অবশেষে পুলিশ তাকে কদম্ব গাছি থেকে গ্রেফতার করে। রমজান আলীর পক্ষে আইনজীবী সাইদুজ্জামান জানিয়েছেন রমজান আলী নির্দোষ এই ঘটনার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।