অবতক খবর,২৫ মার্চ: দক্ষিন দমদম পৌরসভা ১৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুকান্ত সেন শর্মা(রাজুর)উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। প্রভাত ফেরির মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সূচনা হয় যেখানে ধামসা মাদল থেকে শুরু করে বাংলার লোক সংগীত ও রবীন্দ্র সংগীত তুলে ধরা হয়। উপস্থিত রয়েছেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ অসংখ্য মানুষ এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন।
একদিকে প্রভাত ফেরি অন্যদিকে পচা অভিযান দুটোই একসাথে সারলেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় প্রচুর উন্মাদ উন্মাদনা লক্ষ্য করা যায় এই প্রভাত ফেরীতে। সৌগত রায় বলেন আগে দোল মানে ছিল বোম গুলি মারামারি মাতলামি গন্ডগোল এসব লেগেই থাকতো। এখন দোল উৎসব সুস্থ ভদ্র প্রচুর মানুষের সমাগম একটা সুস্থ সংস্কৃতি পরিবেশ গড়ে উঠেছে।
সুকান্ত মজুমদারের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। যারা বিধানসভায় ভোটে হেরে গেছে, তারাই আবার লোকসভায় দাঁড়িয়েছে মাধ্যমিক বিধানসভায় ফেল তারা আবার উচ্চ মাধ্যমিক দেবে কি করে অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন লোকসভা ভোটে বিরোধী যারা প্রার্থী হয়েছেন তারা যোগ্য নয়।।।