অবতক খবর,১১ জানুয়ারি: দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০২৫ গঙ্গাসাগর মেলার শুভ সূচনা করা হলো । জেলাশাসক সুমিত গুপ্তা, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার শ্রী কোটেশ্বর রাও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে নীল সাদা বেলুন আকাশে উড়িয়ে ২০২৫ গঙ্গাসাগর মেলা শুভ সূচনা করা হয়।
গঙ্গাসাগর মেলার শুভ সূচনা উপলক্ষে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, দমকল বিভাগ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় পা মেলান জেলাশাসক সুমিত গুপ্তা, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার শ্রী কোটেশ্বর রাও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
একই সাথে আজ থেকেই সমগ্র গঙ্গাসাগর মেলা কে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলতে গঙ্গাসাগরে মেগা কন্ট্রোল রুমের ও সূচনা করা হয়। এই মেগা কন্ট্রোল রুম থেকে মেলার কটা দিন প্রায় ১২০০ সিসি ক্যামেরার মাধ্যমে গঙ্গাসাগর মেলার প্রতিটি পয়েন্টে ২৪ ঘন্টা নজরদারি চালানো হবে।