অবতক খবর,২৬ জানুয়ারি: দক্ষিণ পূর্ব রেলের পদ্মপুকুর স্টেশনের কাছে লাইনচ্যুত দুটি ট্রেনের তিনটি বগি।রেল সূত্রে জানা গেছে পদ্মপুকুর ইয়ার্ডের কাছে একটি খালি ট্রেন যাচ্ছিলো।অন্য একটি খালি ট্রেন পয়েন্ট মিস করে পাশের লাইনে থাকা ট্রেনে ধাক্কা মারে।

এই ঘটনার জেরে শালিমার সাতরাগাছি শাখায় বন্ধ ট্রেন চলাচল।ঘটনাস্থলে রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা।লাইনচ্যুত তিনটি বগি তোলার কাজ চলছে।