অবতক খবর,৯ আগস্ট: আজ সোমবার ৯ই আগস্ট সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস।১৯৯৪ সালে রাষ্ট্রসঙ্ঘ জেনেভায় আজকের দিনটিকে বিশ্ব আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করা হয়।
সেইমতো প্রতিবছর আজকের দিনে পালিত হয় বিশ্ব আদিবাসী দিবস। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকেও আজ বিশ্ব আদিবাসী দিবস পালিত হচ্ছে। বালুরঘাটের বালুছায়া সভাগৃহে অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত জেলা শাসক বিবেক কুমার, জেলা পুলিশ সুপার রাহুল দে, তথ্য সংস্কৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী সহ অন্যান্যরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে এদিন আদিবাসী বিশিষ্টজনদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতের বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হয়। পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের মানুষজন নাচে-গানে আজকের দিনটি শ্রদ্ধা ও স্মরণ এর সাথে পালন করেন।